নির্ধারিত সময়ে বইমেলা আয়োজনের দাবিতে সাংস্কৃতিক ঐক্যের সমাবেশ রোববার

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ২১:০৮

ছবি : সংগৃহীত
বাংলা একাডেমি কর্তৃপক্ষের ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা-২০২৫ স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদ এবং নির্ধারিত সময়ে মেলা আয়োজনের দাবিতে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য রোববার (৫ অক্টোবর) সকাল ১১টায় বাংলা একাডেমির সামনে সমাবেশ করবে।
শনিবার (৪ অক্টোবর) গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একুশে বইমেলা-২০২৫ স্থগিত ইস্যুতে সমাবেশের পর বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর স্মারকলিপি পেশ করবে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য।
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের পক্ষে নির্বাহী কমিটির সদস্য জামসেদ আনোয়ার তপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে বাংলা একাডেমি কর্তৃপক্ষ বইমেলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। আমরা চাই, অমর একুশে বইমেলা যথাসময়ে অনুষ্ঠিত হোক।’
এএ