বইমেলা যথাসময়ে আয়োজনের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি পেশ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ২০:৫৭

২০২৬ সালের অমর একুশে বইমেলা স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। রোববার (৫ অক্টোবর) সকাল ১১টায় বাংলা একাডেমির সামনে ঐক্যের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয় এবং পরে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমকে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক মুফিজুর রহমান লাল্টু। উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম, কবি হাসান ফকরী, মওলানা ভাসানী পরিষদের সদস্য বেলাল চৌধুরী, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়কারী রজত হুদা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সহ-সভাপতি কবি কামরুজ্জামান ভূঁইয়া, গণসংস্কৃতি কেন্দ্রের সভাপতি লেখক জাকির হোসেন, প্রগতি লেখক সংঘের বিমল কান্তি দাস, শহীদ আসাদ পরিষদের আরিফ খান ইউসুফ জাই, সমাজ চিন্তা ফোরামের আহ্বায়ক কামাল হোসেন বাদল, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক আমিরুন নূজহাত মনীষা এবং সংহতি সংস্কৃতি সংসদের সদস্য শিকদার হারুন মাহমুদ।
বক্তারা বলেন, একুশে বইমেলা বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ ও আইনশৃঙ্খলার অজুহাতে বইমেলা স্থগিত করা যুক্তিসঙ্গত নয়। পাঠকের উপস্থিতি কোনোভাবেই নির্বাচনের পরিবেশে বিঘ্ন সৃষ্টি করবে না। তারা উল্লেখ করেন, ইতোপূর্বে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হলেও বইমেলা স্থগিত করা হয়নি।
বক্তারা আরও বলেন, যারা বাংলা সাহিত্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে সমর্থন করে না এবং স্বাধীনতা ও আবহমান বাংলা সংস্কৃতি-বিরোধী, তারাই একুশে বইমেলাকে বাধাগ্রস্ত করতে চায়। গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য ঘোষণা করেছে, বইমেলা বন্ধের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সকল অংশীজনকে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমকে স্মারকলিপি হস্তান্তর করেন, যাতে একুশে বইমেলা ২০২৬ যথাসময়ে আয়োজন নিশ্চিত করা যায়।
এমএইচএস