ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণে শিল্পকলা একাডেমির বিশেষ আয়োজন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৮:১৩

বরেণ্য সংগীতগুরু ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন অনুষ্ঠিত হবে আজ বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পুরান ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লা প্রাঙ্গণে।
অনুষ্ঠানে বাংলাদেশের নতুন প্রজন্মেরশাস্ত্রীয় সংগীতশিল্পীরা পরিবেশনা করবেন। পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নেবেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র বিশিষ্ট সংগীতশিল্পী সিরাজ আলী খাঁ।
শিল্পকলা একাডেমি জানায়, উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতধারায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ এক অবিস্মরণীয় নাম। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজন আগামী প্রজন্মকে শাস্ত্রীয় সংগীতের প্রতি অনুপ্রাণিত করবে।
সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা মনে করছেন, লালবাগ কেল্লার মতো ঐতিহাসিক স্থানে এ অনুষ্ঠান আয়োজন তরুণ সমাজের কাছে শাস্ত্রীয় সংগীতকে আরও আকর্ষণীয় করে তুলবে।
ডিআর/এমএইচএস