Logo

শিল্প-সংস্কৃতি

সাধক আজহার ফরহাদের জন্মদিনে কবি ফয়সাল আহমেদের শুভেচ্ছা

Icon

জীবনানন্দ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১২:৫৬

সাধক আজহার ফরহাদের জন্মদিনে কবি ফয়সাল আহমেদের শুভেচ্ছা

বিশিষ্ট সাধক, কবি ও শিল্পী আজহার ফরহাদের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ‘বাংলাচারু’ পত্রিকার সম্পাদক কবি ফয়সাল আহমেদ। 

শুভেচ্ছা বার্তায় কবি ফয়সাল আহমেদ বলেন, ‘আজহার ফরহাদ ভাই, আপনার বর্ণিল জীবন ও সৃষ্টিকর্মের জন্য জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। ১৯৮০ সালে কুমিল্লায় জন্ম নেওয়া এই গুণী ব্যক্তিত্ব শুধু কবি, শিল্পী বা মরমীই নন, তিনি একজন প্রকাশনা-অগ্রণীও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তার তুলির আঁচড় যেমন শিল্পনির্দেশনায় এনেছে নতুন মাত্রা, তেমনি তারাখাছা রাতের নিচে ও মগ্ন নৈরাজ্যের পদাবলী সংকলনে ফুটে উঠেছে তার সংবেদনশীল মন। আধ্যাত্মিক মননের প্রকাশ ঘটেছে অন্তর্বীণা কেমন করে বাজে এবং শিল্প যেমন করে সত্য হয় গ্রন্থে।’

তিনি আরও বলেন, ‘তরুণ বয়সে ছোটকাগজ আন্দোলনের সঙ্গে আজহার ফরহাদের সম্পৃক্ততা এবং ত্রৈমাসিক কবিতাপত্র ও কলেজরোড সম্পাদনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। বর্তমানে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক এবং সাড়ে তিন দিনের পত্রিকা-এর সম্পাদক হিসেবে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

ফয়সাল আহমেদ সাধক আজহার ফরহাদের দীর্ঘায়ু কামনা করে বলেন, ‘আপনার গভীর চিন্তাভাবনা, দার্শনিক দৃষ্টিভঙ্গি ও আধ্যাত্মিক মননশীলতা আমাদের অনুপ্রাণিত করে। এর সঙ্গে যুক্ত হয়েছে তার নান্দনিক ডিজাইন প্রতিভা। মহান আল্লাহর কাছে দোয়া করি, আপনার জীবন আরও সমৃদ্ধ হোক, লেখনী হোক আরও ধারালো এবং আধ্যাত্মিক যাত্রা হোক আরও সফল।’

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর