পেন কানাডার ‘ভয়েসেস অব ফ্রিডম’-এ বাংলাদেশি লেখক ইমরান নির্বাচিত
জীবনানন্দ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৫:০৬
কানাডার মর্যাদাপূর্ণ সাহিত্য সংগঠন পেন কানাডারের আন্তর্জাতিক রিডিং সিরিজ ‘ভয়েসেস অব ফ্রিডম’-এ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিক ও লেখক আবদুল্লাহ আল ইমরান। আগামী ১২ নভেম্বর টরন্টো রেফারেন্স লাইব্রেরির বিটন হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পেন কানাডার ‘রাইটার্স ইন এক্সাইল’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের লেখক বাছাই করা হয়, যাদের লেখায় সাহস, সৃজনশীলতা এবং মতপ্রকাশের স্বাধীনতার সংগ্রাম প্রতিফলিত হয়। এ বছর বাংলাদেশের আবদুল্লাহ আল ইমরান ছাড়াও নির্বাচিত হয়েছেন ইরানের চলচ্চিত্র নির্মাতা ও লেখক আতেফে খাদেমোলরেজা, তুরস্কের ঔপন্যাসিক ও সম্পাদক ওন্দের দেলিগোজ এবং ইকুয়েডরের সাংবাদিক ও গণমাধ্যম উদ্যোক্তা আন্দেরসন বসকান। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মেক্সিকান সাংবাদিক লুইস হোরাসিও নাজেরা।
পেন কানাডা সূত্রে জানা গেছে, ইমরানই প্রথম বাংলাদেশি লেখক যিনি এই মর্যাদাপূর্ণ রিডিং সিরিজে নিজের লেখা পাঠ করার সুযোগ পেয়েছেন। মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে ইমরান বাংলায় নিজের লেখা পাঠ শুরু করবেন এবং এরপর পাঠ করবেন তার নির্বাচিত লেখা ‘Living by Writing the Truth’, যেখানে উঠে এসেছে খুলনা থেকে টরন্টো পর্যন্ত তার যাত্রা ও সত্য অনুসন্ধানের গল্প।
আবদুল্লাহ আল ইমরান বাংলাদেশের কথাসাহিত্য ও গণমাধ্যমের পরিচিত মুখ। তিনি চ্যানেল টোয়েন্টিফোর এবং দৈনিক কালের কণ্ঠে কাজ করেছেন। পরবর্তীতে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইনভেস্টিগেটিভ জার্নালিজম ব্যুরোতে ইন্টার্নশিপ সম্পন্ন করে যোগ দেন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসি'র ফ্ল্যাগশিপ অনুসন্ধানী অনুষ্ঠান ‘দ্য ফিফথ এস্টেট’-এ।
দশম বছরে পা রাখা ‘ভয়েসেস অব ফ্রিডম’ কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্য মঞ্চ, যেখানে সেন্সরশিপ, নির্বাসন বা নিপীড়নের অভিজ্ঞতা নিয়ে কাজ করা লেখক ও গণমাধ্যমকর্মীদের কণ্ঠ বিশ্বের কাছে তুলে ধরা হয়।
এমএইচএস

