Logo

শিল্প-সংস্কৃতি

রকমারির বেস্টসেলার অ্যাওয়ার্ড পাচ্ছেন সাদাত হোসাইন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৭:২১

রকমারির বেস্টসেলার অ্যাওয়ার্ড পাচ্ছেন সাদাত হোসাইন

বাংলাদেশের জনপ্রিয় লেখক সাদাত হোসাইনের নতুন উপন্যাস ‘তুমি সন্ধ্যা অলোকানন্দা’ প্রকাশের পর থেকেই পাঠকসমাজে দারুণ সাড়া ফেলেছে। বইটি এবার রকমারি ডটকমের বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২৫–এ ফিকশন বিভাগে বিজয়ী হয়েছে। এছাড়া তার শঙ্খচূড় উপন্যাসের দ্বিতীয় খণ্ডও বেস্ট সেলার হিসেবে মনোনীত হয়েছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে এই সাফল্যের আনন্দ ভাগ করে নেন লেখক।

নিজের পোস্টে সাদাত হোসাইন লিখেছেন, বছরজুড়ে পাঠকদের যে অগাধ ভালোবাসা তিনি পেয়েছেন, তা একজন লেখকের জন্য বিশাল প্রাপ্তি। প্রযুক্তির দ্রুত পরিবর্তন ও অসংখ্য বিনোদনের ভিড়েও পাঠকেরা ধারাবাহিকভাবে তার লেখার প্রতি যে অনুরাগ দেখাচ্ছেন, তাকে তিনি বলেছেন ‘বিস্ময়কর’ এবং ‘অতুলনীয় অনুপ্রেরণা’।

রকমারি ডটকম তাদের ঘোষণায় জানায়, প্রকাশের পর থেকেই ‘তুমি সন্ধ্যা অলোকানন্দা’ বিপুল সংখ্যক পাঠকের হৃদয় জয় করে নেয়। সেই জনপ্রিয়তার ভিত্তিতেই বইটি বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২৫–এ শীর্ষস্থান অর্জন করেছে। পাঠকদের ভালোবাসাকেই তারা এই অর্জনের মূল শক্তি হিসেবে উল্লেখ করে।

সাদাত হোসাইন তার পোস্টে পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘এই ভালোবাসা, বিশ্বাস ও সঙ্গই তার লেখালেখির সবচেয়ে বড় প্রেরণা। তিনি এই অনূভূতিকে বলেন ‘অসীম হোক’।

এদিকে বেস্টসেলার তালিকায় শীর্ষস্থান পাওয়ায় লেখক ও পাঠক—উভয়ের প্রতিই অভিনন্দন জানিয়েছে রকমারি। 

সাদাত হোসাইন ছাড়াও এবার রকমারি বেস্ট সেলার ফিকশন বিভাগে পুরস্কার পাবেন ইলমা বেহরোজ, অন্তিক মাহমুদ, কয়েস সামীসহ আরও অনেকে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর