Logo

শিল্প-সংস্কৃতি

মণিপুরী জনগোষ্ঠীর ওপর ৯ দিনব্যাপী ছবি প্রদর্শনী বিশ্বসাহিত্য কেন্দ্রে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৮:০৭

মণিপুরী জনগোষ্ঠীর ওপর ৯ দিনব্যাপী ছবি প্রদর্শনী বিশ্বসাহিত্য কেন্দ্রে

ছবি : মোহা. আসহাবুল হক নান্নু

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ নৃতাত্ত্বিক সম্প্রদায় মণিপুরীর দৈনন্দিন জীবন, ভাষা, ধর্মবিশ্বাস, নৃত্য-সঙ্গীত ও কারুশিল্পকে কেন্দ্র করে একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

‘মণিপুরী : এন এথনিক কমিউনিটি অব বাংলাদেশ’ শিরোনামে প্রদর্শনীর উদ্বোধন আগামী ১২ ডিসেম্বর, শুক্রবার বিকাল ৫টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে হবে। উদ্বোধনী আলোচনা অনুষ্ঠিত হবে বিকাল ৪টায় মিলনায়তন ৪০১ নম্বর কক্ষে।

প্রদর্শনীর আলোকচিত্রায়ন করেছেন মো. কাউছার হাবিব সোমেল, মোহা. আসহাবুল হক নান্নু ও মোহাম্মদ হারুন আর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতিজন শংকর সাওজাল, আলোকচিত্রী নাফিস আহমেদ নাদভী ও হাসান সাইফুদ্দিন চন্দন।

প্রদর্শনী ১২ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারি ৪০২ নম্বর কক্ষে সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে।

এটি একটি চলমান মেন্টরশিপ প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। মেন্টরশিপ কার্যক্রম পরিচালনা করছেন বিশিষ্ট আলোকচিত্রী কে এম জাহাঙ্গীর আলম এবং সার্বিক সমন্বয় করেছেন আলোকচিত্র শিল্পী ও সংগঠক মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

আয়োজকরা জানান, প্রদর্শনী কেবল আলোকচিত্রের সৌন্দর্য প্রকাশ করবে না, বরং মনিপুরী জনগোষ্ঠীর ঐতিহ্য, সাংস্কৃতিক গতিশীলতা ও শিক্ষামূলক দিকও দর্শকের সামনে তুলে ধরবে। দর্শকরা প্রদর্শনীর মাধ্যমে এই সম্প্রদায়ের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর