Logo

শিল্প-সংস্কৃতি

ওস্তাদ হাসান আলী খান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৩২

ওস্তাদ হাসান আলী খান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত ৬ ডিসেম্বর শনিবার বরেণ্য কন্ঠশিল্পী ওস্তাদ হাসান আলী খানের স্মরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

সকাল ১১ ঘটিকায় নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে ওস্তাদ হাসান আলী খানের সন্তান খুরশিদ হাসান খানের সভাপতিত্বে ও আব্বাস উদ্দিন হেলাল এবং রিপা আক্তারের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- একুশে পদক প্রাপ্ত ও বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী খাইরুল আলম শাকিল, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক- শেখ সাদী খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী- মাসুদা আনাম কল্পনা, বিশিষ্ট লোকসংগীত শিল্পী আব্দুল আলীমের সন্তান আজগর আলীম, বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য অভিনেতা ইকবাল আহমেদ, উপাধ্যক্ষ গোলাম মাওলা খান দিপু  করিম হাসান খান ও নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ অঞ্জন কুমার নাগ।

শেখ সাদী খান তার বক্তব্য বলেন, সংগীত হল জাদু, ভালোবেসে সংগীত করতে হয়। সংগীতে এমন বিষয় সংগীত দিয়ে মানুষকে মুগ্ধ করা যায়।

খাইরুল আলম শাকিল বলেন, যে জাতি সংস্কৃতিতে এগিয়ে যাবে না সে জাতি অমানবিক হয়ে যায়। উক্ত অনুষ্ঠানের দুইজন একুশে প্রাপ্ত, লেক সংগীতের বর পুত্র আব্দুল আলীমের সন্তান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওস্তাদ হাসান আলী খান বুলবুল ললিতকলা একাডেমি লোকসংগীত বিভাগের বিভাগীয় প্রধান, সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। কন্ঠশিল্পী ওস্তাদ হাসান আলী খান ১৯৪৪ সনে অল ইন্ডিয়া রেডিওতে সংগীত পরিবেশনার মাধ্যমে সংগীত জীবন শুরু করেন। সমসাময়িক শিল্পীদের মধ্যে একমাত্র তিনি একাধারে লোকসংগীত, উচ্চাংগ সংগীত, আধুনিক, নজরুল সঙ্গীত পরিবেশন করতেন সমান দক্ষতায়। তাঁর ছাত্র-ছাত্রীদের মধ্যে রয়েছেন ড. সনজিদা খাতুন, ইন্দ্র মোহন রাজবংশী, নীনা হামিদ, মুজিব পরদেশী প্রমুখ। ১৯৯৩ সনের ১২ই জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

আইএইচ/ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর