Logo

শিল্প-সংস্কৃতি

নবীন শিল্পী চারুকলায় শ্রেষ্ঠ পুরস্কার পেলেন জবি শিক্ষক আসফিকুর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৫

নবীন শিল্পী চারুকলায় শ্রেষ্ঠ পুরস্কার পেলেন জবি শিক্ষক আসফিকুর

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী–২০২৫-এ শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) চারুকলা অনুষদের ত্রিমাত্রিক শিল্প নকশা বিভাগের খণ্ডকালীন শিক্ষক আসফিকুর রহমান। ‘নির্মাণ এবং বিভ্রান্তি’ শিরোনামের শিল্পকর্মের জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন ও নির্বাচিত শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ১১ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ২, ৩, ৪, ৬ ও ৭ নম্বর গ্যালারিতে চলবে।

এ বছর ২১ থেকে ৩৫ বছর বয়সী ৬৮১ জন নবীন শিল্পী মোট ১,৩৯৩টি শিল্পকর্ম জমা দেন। সেখান থেকে বাছাই কমিটি ১৯১ জন শিল্পীর ২১৫টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচন করে।

প্রদর্শনীতে চিত্রকলা, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরম্যান্স আর্ট ও নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের প্রায় সব মাধ্যমের শিল্পকর্ম স্থান পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পকর্মগুলোর মধ্য থেকে ১০টি শিল্পকর্মের জন্য শিল্পীদের পুরস্কার দেওয়া হয়।

এসআইবি/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর