Logo

শিল্প-সংস্কৃতি

মঞ্চনাটক

নিয়তির মঞ্চে আমরা সবাই ‘ইডিপাস’

Icon

পুলক রাজ

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ২০:১১

নিয়তির মঞ্চে আমরা সবাই ‘ইডিপাস’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় দৃশ্যকাব্য থিয়েটারের প্রযোজনায় সফোক্লিসের অমর ট্র্যাজেডি ‘ইডিপাস’ প্রত্যক্ষ করার অভিজ্ঞতা ছিল গভীর, ধীর এবং বিস্ময়করভাবে আত্মপ্রশ্নমুখী। এটি কেবল একটি নাটক নয়, এ যেন এক অস্থির সময়ের আত্মস্বীকার, নেতৃত্বহীনতার আর্তনাদ এবং মানুষের নিয়তির বিরুদ্ধে অসহায় সংগ্রামের প্রতীকী উচ্চারণ।

নির্দেশক হাবিব মাসুদ প্রাচীন থিবি নগরীর রাজপ্রাসাদকে রূপান্তরিত করেছেন আজকের বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার আয়নায়। নাটকের প্রতিটি দৃশ্যেই ছায়ার মতো ঘুরে বেড়িয়েছে এক প্রশ্ন, ‘আমরা কি সত্যিই আমাদের নিয়তির চালক, নাকি কেবল নিয়তির পুতুল?’ এই দ্বন্দ্বই নাটকের প্রাণশক্তি। 

ইডিপাস চরিত্রে এইচ এম মোতালেব এক দুর্দান্ত ও গভীর অভিনয় উপহার দিয়েছেন। তার কণ্ঠে ছিল রাজকীয় দৃঢ়তা, আবার অন্তরে ছিল ক্ষতবিক্ষত মানুষের আকুতি। বিশেষ করে আত্মপরিচয়ের ভয়াবহ সত্য উদ্ঘাটনের দৃশ্যে তার শরীরী ভাষা ও সংলাপ দর্শককে বাকরুদ্ধ করে দেয়। মনে হয়েছে, থিবির রাজা যেন আমাদেরই সময়ের এক নিঃসঙ্গ নেতৃত্বের প্রতিচ্ছবি। 

নাটকের কোরাস ব্যবহারে রয়েছে নির্দেশকের সাহসী পরীক্ষণ। কোরাসের সম্মিলিত কণ্ঠস্বর কখনো জনতার বিবেক, কখনো সময়ের বিচারকের মতো মঞ্চে উপস্থিত হয়েছে। তাদের গতিবিধি, সংলাপের ছন্দ ও অবস্থান নাট্যভাষাকে সমৃদ্ধ করেছে বহুগুণ।

আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস নাটকটির দর্শনগত গভীরতাকে দৃশ্যমান করেছেন নিখুঁতভাবে। আলো কখনো ভাগ্যের অনিবার্য অন্ধকার, কখনো সত্য উদ্ঘাটনের ঝলক। এই দ্বৈততা নাটকজুড়ে দর্শকের অনুভূতিতে প্রবলভাবে কাজ করেছে। ফজলে রাব্বি সুকর্ণ’র মঞ্চ পরিকল্পনা ও আইরীন পারভীন লোপা’র পোশাক পরিকল্পনা প্রাচীন থিবির ঐতিহ্যকে ধরে রেখেও সমকালীন অনুভবের সঙ্গে সেতুবন্ধন ঘটিয়েছে।

সংগীত ও নীরবতার সমন্বয় ছিল নাটকের আরেকটি শক্তিশালী দিক। বিশেষত শেষ অংশে নীরবতার ব্যবহার দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রতিধ্বনি রেখে যায়। নাটক শেষে পুরো হলজুড়ে নেমে আসে এক গভীর নীরবতা, যেন প্রত্যেকে নিজের ভেতরের ইডিপাসকে আবিষ্কার করতে ব্যস্ত।

দৃশ্যকাব্য’র এই প্রযোজনা আমাদের স্মরণ করিয়ে দেয়, নাটক কেবল বিনোদন নয়, এটি জাতির আত্মচেতনার ভাষ্য। এই সময়ের বাংলাদেশে এমন একটি সাহসী ও চিন্তাশীল প্রযোজনা নিঃসন্দেহে নাট্যচর্চার জন্য এক অনন্য অর্জন।

‘ইডিপাস’ শেষে দর্শক হয়ে আমি অনুভব করেছি। আমরা সবাই কোনো না কোনোভাবে নিয়তির সঙ্গে লড়াইরত ইডিপাস। আর এই উপলব্ধিই নাটকটির সবচেয়ে বড় সাফল্য।

  • লেখক : চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মঞ্চ নাটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর