Logo

শিল্প-সংস্কৃতি

একুশে বইমেলার স্টল ভাড়া কমছে ২৫ শতাংশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ২১:২৬

একুশে বইমেলার স্টল ভাড়া কমছে ২৫ শতাংশ

ফাইল ছবি (সংগৃহীত)

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এর স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং তাদের আবেদনের গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সংস্কৃতি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। 

বৈঠকের পর মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, বাংলা একাডেমি এই নির্দেশনা বাস্তবায়নে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে এবারের বইমেলার সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্রথাগতভাবে ১ ফেব্রুয়ারি শুরু হলেও এবার মেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি এবং তা চলবে ১৫ মার্চ পর্যন্ত। এর আগে মেলাটি ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত লেখক-পাঠক ও প্রকাশকদের আবেগ এবং ভাষার মাসের গুরুত্ব বিবেচনায় ফেব্রুয়ারিতেই আয়োজনের সিদ্ধান্ত বহাল রাখা হয়।

মন্ত্রণালয় মনে করছে, স্টল ভাড়া কমানোর এই পদক্ষেপ প্রকাশকদের ওপর আর্থিক চাপ কমাতে সহায়ক হবে এবং এর ফলে বইমেলা আগের মতোই লেখক-পাঠক ও প্রকাশকদের এক স্বতঃস্ফূর্ত মিলনমেলায় পরিণত হবে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বইমেলা মোস্তফা সরয়ার ফারুকী বাংলা একাডেমি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর