‘অনলাইন ব্যবস্থায় মামলা-মোকদ্দমা কমবে’
নারায়ণগঞ্জে ডিজিটাল ভূমি জরিপ নিয়ে সচেতনতামূলক সেমিনার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৯:৪৩

ছবি : বাংলাদেশের খবর
ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে দেশে ভূমি-সংক্রান্ত জটিলতা ও মামলা-মোকদ্দমা কমবে বলে মন্তব্য করেছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমান।
সোমবার (১৯ মে) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ডিজিটাল ভূমি জরিপ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা ও করণীয় নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা যে ডিজিটাল সিস্টেমে কাজ করছি, সেটা পুরোপুরি বাস্তবায়ন করতে পারলে অনলাইনে সহজেই ভূমি সংক্রান্ত কাজগুলো করা যাবে। জাল দলিল তৈরির মতো প্রতারণা বন্ধ হবে। জমিজমা বেহাত হওয়ার ঝুঁকি কমবে।’
মো. সাইদুর রহমান আরও বলেন, ‘এই প্রজেক্ট দেশের জন্য নতুন। আমরা চাই সফলভাবে শেষ করতে, যাতে অন্যান্য এলাকাতেও এ ব্যবস্থাটি চালু করা যায়। এজন্য জনগণের সচেতনতা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা প্রয়োজন।’
জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মো. মোমিনুর রশীদ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, উপ-প্রকল্প পরিচালক মো. মাসুদুর রহমান মোল্লা ও জোনাল সেটেলমেন্ট অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় ‘এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, মানিকগঞ্জ পৌরসভা ও ধামরাই উপজেলায় ডিজিটাল ভূমি জরিপ কাজ চলছে।
এআরএস