Logo

রাজনীতি

হাসিনার বিচারের সাথে নির্বাচনের সম্পর্ক নেই : আমীর খসরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৯:০১

হাসিনার বিচারের সাথে নির্বাচনের সম্পর্ক নেই : আমীর খসরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই এবং এই বিচার প্রক্রিয়ার সঙ্গে সরকার পরিবর্তনেরও কোনো সম্পর্ক নেই।

বুধবার (৫ মার্চ) ঢাকার একটি হোটেলে এক সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আমীর খসরু বলেন, বিচারিক প্রক্রিয়া তো এটা একটা আইনি প্রক্রিয়া এবং সেটা তো চলতেই থাকবে।

তিনি বলেন, আজকে এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য হবে না… এরকম কত কথাই তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচনী ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেছেন, আজকে একটা, কালকে একটা আমরা বক্তব্য রাখবো- এসব বলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই।

তিনি বলেন, গত ১৬ বছর আমরা নির্যাতিত হয়েছি, অত্যাচারিত হয়েছি, প্রাণ দিয়েছি। বাংলাদেশের ১৬ কোটি মানুষ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করেছে। উদ্দেশ্য ছিলো বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হবে। বাংলাদেশের জনগণ তারা স্বাধীনভাবে কথা বলতে পারবে, দল গঠন করতে পারবে। তাদের মতামত প্রকাশ করতে পারবে, তাদের মতামত জনগণের কাছে নিয়ে যেতে পারবে।

উল্লেখ্য, নবগঠিত জাতীয় নাগরিক পার্টির সংগঠকদের একজন সারজিস আলম মঙ্গলবার বলেছিলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর