Logo

রাজনীতি

মির্জা ফখরুল

আধুনিক রাষ্ট্রের অন‍্যতম নির্ধারক নারীদের নিরাপত্তা নিশ্চিত করা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৫:২৬

আধুনিক রাষ্ট্রের অন‍্যতম নির্ধারক নারীদের নিরাপত্তা নিশ্চিত করা

আধুনিক রাষ্ট্রের অন‍্যতম নির্ধারক নারীদের নিরাপত্তা নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আগামীকাল (শনিবার) আন্তর্জাতিক নারী দিবস। নারীরা আমাদের উন্নয়ন এবং অগ্রগতিতে অংশীদার। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে, আসুন আমাদের অগ্রগতি দ্রুততর করতে পদক্ষেপ নিই।’

তিনি বলেন, ‘একটি আধুনিক রাষ্ট্রের অন‍্যতম নির্ধারক হচ্ছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। আসুন আমরা নারীদের প্রতি উগ্রতা, বিদ্বেষ ও অশ্রদ্ধামূলক সকল আচরণকে না বলি। এই লক্ষ‍্যে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনশৃঙ্খলা ব‍্যবস্থা সুসংহত করার জন‍্য আহ্বান জানাই।’

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে উগ্রবাদের কোনো জায়গা নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘গত পনেরো বছরে হাজার হাজার পুরুষ, নারী গুম,খুন, অত্যাচারিত হয়েছে। অমানবিক সংগ্রাম করেছে ওই পরিবারগুলোর নারীরা। জুলাইতেও আন্দোলনের শুরু এই বাংলাদেশের নারীদের হাতেই। শহীদ হয়েছে আমাদের সন্তানেরা, ছোট শিশুকন্যাও। হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, বৌদ্ধ, সকলেই এই আন্দোলনের শরিক।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে নাগরিকদের নিরাপত্তা দেওয়াই আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ লক্ষ্য থাকবে। লিঙ্গ, বয়স, পেশা নির্বিশেষে প্রতিটা নাগরিক যেন রাস্তাঘাটে চলাফেরা করতে নিরাপদ বোধ করে, এমন বাংলাদেশ আমাদের কাম‍্য। বাড়ি থেকে রাস্তায়, বিশ্ববিদ্যালয়ে, অফিসে, সর্বত্র তাদের আত্মসম্মানকে মূল্যায়ন করা উচিত।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর