বার কাউন্সিল পরীক্ষার ফি ৩০০ টাকা করার দাবি ইবি শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ২০:২৬

ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) পরীক্ষায় অযৌক্তিক ও বৈষম্যমূলক ফি কমানোর দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
রোববার (৯ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘আইনের শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবীর’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা ৪২০০ টাকার ফি কমিয়ে ৩০০ টাকা করার দাবি জানান।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্লেকার্ড দেখা যায়, যেখানে লেখা ছিল, ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক ফি বাতিল চাই’, ‘৪০২০ টাকা ফি কি মগের মুল্লুক?’, ‘শিক্ষানবিশ আইনজীবীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন’ ইত্যাদি।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, বার কাউন্সিল পরীক্ষার এমন ফি অযৌক্তিক। বৈষম্যমূলক ৪২০০ টাকা পরীক্ষার ফি কমিয়ে ৩০০ টাকা করুন। এটা আমাদের অধিকার। আমরা আমাদের অধিকার আদায় না করে ঘরে ফিরবো না।
এ সময় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।
মাসুম শাহরিয়ার/এমবি