Logo

ক্যাম্পাস

ধর্ষকের শাস্তির দাবিতে জবি শিক্ষার্থীদের মশাল মিছিল

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ২২:০৭

ধর্ষকের শাস্তির দাবিতে জবি শিক্ষার্থীদের মশাল মিছিল

সারাদেশে ধর্ষণে ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রকাশ্যে শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যম্পাসে এ মিছিল শুরু করে কিছু সময়ের জন্য তাঁতীবাজার মোড়ে অবস্থান নেন। পরে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসেন তারা।

এ সময় তারা ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘সারা বাংলা খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে ফয়সাল আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই যে মামলা হয়, বিচার হয়। কয়েকদিন জেল জরিমানার পর ধর্ষক পুনরায় ছাড়া পেয়ে যায়। এতে ধর্ষকশ্রেণি মনে করে ধর্ষণ করলে তো কোনো শাস্তি হচ্ছে না। বরং টাকা দিয়েই ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাচ্ছি। ফলে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

মাহমুদা জহরত নামের এক শিক্ষার্থী বলেন, ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে হওয়া উচিত। এর মাধ্যমে বাকি ধর্ষকরা ভয় পাবে। এছাড়া সামাজিক ভাবেও ধর্ষণের শিকার হওয়া নারীকে হেয় করে দেখা হয়। ফলে ধর্ষণের শিকার হওয়া অনেক নারী ভয়ে কোনোকিছু প্রকাশ করে না। কিন্তু নারীরা যখন দেখবে আমি আমার সমস্যা বললে বিচার পাচ্ছি, তখন সে তার সঙ্গে হওয়া নির্মমতা প্রকাশ করবে।

জেএন/ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর