Logo

ক্যাম্পাস

ধর্ষকদের শাস্তির দাবিতে সুবিপ্রবিতে মানববন্ধন

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৫:২১

ধর্ষকদের শাস্তির দাবিতে সুবিপ্রবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

দেশব্যাপী সংঘটিত ধর্ষণ, নারী নিপীড়নমূলক কর্মকাণ্ড ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এবং ধর্ষকদের শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টায় অস্থায়ী ক্যাম্পাসের মূল ফটকের সামনে সুবিপ্রবির সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন সুবিপ্রবির গণিত বিভাগের শিক্ষার্থী নিশাদ হোসেন, রসায়ন বিভাগের শিক্ষার্থী সুরভী, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লাবণ্য মণ্ডলসহ ৫০-৬০ জন শিক্ষার্থী।

মো. আব্দুল হালিম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নারী নির্যাতন সহিংসতা মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর