Logo

ক্যাম্পাস

এখন থেকে ট্র্যাক করা যাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গাড়ি

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৭:১১

এখন থেকে ট্র্যাক করা যাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গাড়ি

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গাড়িগুলোর অবস্থানসহ সকল তথ্য জানতে পারবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া, চালক ও গাড়ির খোঁজ রাখা, গাড়ির ইঞ্জিন নিয়ন্ত্রণ করাসহ ২৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের গাড়ি ট্র্যাক করতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে ওভাই সলুসন্স লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের সাথে। 

সোমাবার (১০ মার্চ) চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। 

জানা যায়, ওভাই নামক একটি অ্যাপ্লিকেশনের (অ্যাপ) সাহায্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী বিশ্ববিদ্যালয়ের গাড়িসমূহ ট্র্যাক করতে পারবে। কোন গাড়ি কোথায় আছে, পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে, কখন গাড়ি ছাড়বে ইত্যাদি তথ্য খুব সহজে জানতে পারবে বিশ্ববিদ্যালয়ের অংশীদাররা।

এই সুবিধা পাওয়ার জন্য স্মার্টফোনে ObhaiVTS ট্র্যাকার ইন্সটল করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন দূর থেকে চালক ও গাড়ির খোঁজ রাখা, গাড়ির ইঞ্জিন নিয়ন্ত্রণ করাসহ ২৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের গাড়িসমূহ ট্র্যাক করতে পারবে।

এ সুবিধা পেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রতি মাসে একটি গাড়ি ট্র্যাক করার জন্য খরচ হবে ২৫০ টাকা। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘আমরা একটি চুক্তি স্বাক্ষর করেছি যেটির সাহায্যে আমরা আমাদের পরিবহনগুলো ট্র্যাক করতে পারবো। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সকলই গাড়ি অবস্থানসহ বিভিন্ন তথ্য জানতে পারবে।’

এ বিষয়ে পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা প্রতিটি গাড়ির অবস্থান শনাক্তকরণ এবং স্টপেজে পৌঁছাতে কতক্ষণ লাগবে সেই তথ্য জানতে পাবরো।’

কবে থেকে এই সেবা পাওয়া যাবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন যতদ্রুত আমাদের ট্র্যাকিং ডিভাইস লাগানোর অনুমতি দিবে ততো দ্রুত এই সেবা পাওয়া যাবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্বদ্যিালয়ের পক্ষ থেকে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং ওভাই সলুসন্স লি. এর পক্ষে স্বাক্ষর করেন ডিজিএম মো. মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জাকির হোসেন, পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া এবং ওভাই সলুসন্স লি.-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খালিদ হাসান।

ইমতিয়াজ রিফাত/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় গাড়ি ট্র্যাক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর