জবি শিবিরের উদ্যোগে ৬০০ নারী শিক্ষার্থীকে ইফতার বিতরণ

জবি প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৯:৪১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র হলের ৬০০ নারী শিক্ষার্থীর মাঝে ইফতার উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (১১ মার্চ) একমাত্র ছাত্রী হলের প্রধান ফটকের সামনে বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ইফতার উপহার বিতরণ করা হয়।
ছাত্রী হলের শিক্ষার্থীরা বলেন, প্রতিটি ছাত্রসংগঠন যদি এভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে, তাহলে ক্যাম্পাসে সুষ্ঠু রাজনৈতিক ধারা অব্যাহত থাকবে। এতে শিক্ষার্থীরাও উপকৃত হবেন।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুমনা সুমি বলেন, এমন একটি আয়োজনের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। প্রায় ৬০০ শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজন করা হয়েছে। সবাই একসঙ্গে ইফতার করতে পেরেছি। খাবারে গরুর মাংসের তেহারি, মুরগির মাংসের তেহারি, ম্যাংগো জুস, বিভিন্ন ফল ও খেজুর ছিল। মুসলিমদের জন্য গরুর মাংসের তেহারি এবং হিন্দু শিক্ষার্থীদের জন্য মুরগির মাংসের তেহারি রাখা হয়। যা সম্পূর্ণ বৈষম্যহীন ও সবার প্রতি সম্মানজনক। পুরো প্রক্রিয়া সুন্দর ও সুশৃঙ্খল ছিল। আশা করি, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
ইফতার উপহার বিতরণ কর্মসূচি সম্পর্কে জবি শাখা শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় শিক্ষার্থীদের পাশে থাকে, শিক্ষার্থীদের নিয়েই পথ চলে। তারই ধারাবাহিকতায় আমরা শিক্ষার্থীদের সহায়তা করার চেষ্টা করছি। মসজিদে যে ইফতার হয়, সেখানে আমরা খেজুর ও ফলের ব্যবস্থা করি। তাছাড়া প্রতিটি অনুষদের অধীনে আমরা ইফতারের মাহফিল আয়োজন করেছি। সেখানে অনেক শিক্ষার্থী অংশ নেয়। কিন্তু আমাদের বোনদের জন্য ইফতারের বিশেষ কোনো আয়োজন থাকে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ইফতারগুলো বোনদের সঙ্গে ভাগাভাগি করব। আমরা সব সময় চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী ছোট ছোট আনন্দগুলো একসঙ্গে ভাগাভাগি করতে।
জেএন/বিএইচ