-67d103b206df6.jpg)
শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বুধবার (১২ মার্চ) দিবাগত রাত দেড়টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি মিছিল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সমবেত হন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীদের শাহবাগীদের বিরুদ্ধে নানা স্লোগান দিতে দেখা যায়। সমাবেশে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ২০১৩ সালে ফ্যাসিস্টেদের গোড়াপত্তন ঘটেছিল এই শাহবাগী লাকিদের মাধ্যমে। বাংলাদেশের মানুষ এদের দেখতে চায় না। সীমান্তবর্তী ভাই-বোনদের অনুরোধ করছি আপনারা সচেতন হন এই শাহবাগীরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই লাকি আক্তারসহ শাহবাগীর মূলহোতাদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। এই শাহবাগ থেকে বিরোধী দলীয় সকল নেতৃত্ববৃন্দের হত্যার নীলনকশা তৈরি হয়েছিল। ওখান থেকে দেশপ্রেমিক মানুষের হত্যা করা হয়েছিল। এর মূল কারিগর ছিল এই লাকি। তাকে এই অপরাধে ফাঁসি দণ্ড দিতে হবে।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, জুলাই বিপ্লবের পরেও সরকার যখন কোনো সিদ্ধান্ত নিয়েছে এই শাহবাগীরা কৌশলে সরকারে বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কৌশলগতভাবে তারা অতি প্রগতিশীলতাকে ধারণ করে এদেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে। তারা বাংলাদেশ জাতির ইতিহাস, ঐতিহ্যকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। লাকিসহ অন্যান্য শাহবাগীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের পরিচিত মুখ লাকি আক্তার। অনেকের কাছে তিনি স্লোগানকন্যা নামে পরিচিত। তিনি শাহবাগে গণজাগরণ মঞ্চ-২ আয়োজনের পরিকল্পনা ও ষড়যন্ত্র করছেন ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। দ্বিতীয় গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ইঙ্গিতে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ।
শাহরীয়ার/বিএইচ