কুবিতে প্রশ্নফাঁস, জড়িত শিক্ষককে বাধ্যতামূলক ছুটি

কুবি প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৭:০০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামকে প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে বাধ্যতামূলক ছুটি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘যেহেতু একটি অভিযোগ উঠেছে সেটির সুষ্ঠু তদন্ত হওয়া জরুরী। প্রশাসন তদন্ত কার্যক্রম যেনো ভালোভাবে চলে সেজন্য উনাকে বাধ্যতামূলক ছুটি প্রদান করেছে।’
অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না প্রশ্নে তিনি বলেন, ‘তদন্তে যারই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কার্যক্রম সম্পন্ন হবার পরেই ব্যবস্থা সম্পর্কে বলা যাবে।’
এদিকে অভিযোগ তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাকির ছায়াদুল্লাহ এবং সদস্যসচিব হিসেবে আছেন পরীক্ষানিয়ন্ত্রক নুরুল করিম চৌধুরী। আর সদস্য হিসেবে আছেন, প্রকৌশল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. সোহরাব উদ্দিন এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।
ইমতিয়াজ রিফাত/এটিআর