Logo

ক্যাম্পাস

জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার কক্সবাজার সফর

কক্সবাজার স্টুডেন্টস ফোরামের ১১ দফা দাবি

Icon

ঢাবি প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৯:৫৩

কক্সবাজার স্টুডেন্টস ফোরামের ১১ দফা দাবি

জাতিসংঘের মহাসচিব এন্তোনিয়ো গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কক্সবাজার সফর উপলক্ষে ১১ দফা দাবি জানিয়েছে কক্সবাজার স্টুডেন্টস ফোরাম, ঢাবি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিক সমিতির কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কক্সবাজার স্টুডেন্টস ফোরাম, ঢাবি-এর সভাপতি মোর্তজা হোছাইন শাফী, সাধারণ সম্পাদক মো. এমরান খান এবং সহসাধারণ সম্পাদক রিদুয়ান ইসলাম রানা।  

স্টুডেন্টস ফোরামের ১১ দফা দাবি হলো—
১. রোহিঙ্গা জনগণের সমস্যার স্থায়ী সমাধান করতে জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্রসমূহের সঙ্গে কাজ করতে হবে। 
২. কক্সবাজারে প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। 
৩.  প্রতিটি উপজেলায় লবণ শোধনাগার স্থাপন করা। 
৪. কক্সবাজার-মহেশখালী নৌ-রুটের সমস্যা সমাধানের জন্য একটি কমিশন গঠন করে যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করা। 
৫. চলমান সরকারি এবং বেসরকারি প্রকল্পে স্থানীয় জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করা। 
৬. উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তা এবং উন্নয়নের জন্য ‘উপকূল মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করা।
৭. কক্সবাজারে পাহাড় নিধন, নদী দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দৃশ্যমান আইনি পদক্ষেপ গ্রহণ করা। 
৮. মিয়ানমার সীমান্তে মানবপাচার, মাদক চোরাচালান, অপহরণ বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডকে আধুনিক ও শক্তিশালী করা। 
৯. কক্সবাজারের মিষ্টি পান, চিংড়ি, কাঁকড়া এবং শুঁটকি পণ্যের জিআই স্বীকৃতি দেওয়া এবং আন্তর্জাতিক বাজারজাতকরণে সরকারি সহযোগিতা প্রদান।
১০. প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম সতর্কীকরণ ব্যবস্থা আধুনিক ও যুগোপযোগী করা এবং পর্যাপ্ত বেড়িবাঁধ ও আশ্রয়কেন্দ্র স্থাপন করা। 
১১. উপকূলবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা, জনবলসহ আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা।  

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, তাদের এই দাবিগুলি যথাযথ কর্তৃপক্ষের কাছে দ্রুত বাস্তবায়িত হবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর