Logo

ক্যাম্পাস

জবি ও ঢাবির মধ্যে চীনা ভাষা চালুর সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৮:০৪

জবি ও ঢাবির মধ্যে চীনা ভাষা চালুর সমঝোতা স্মারক স্বাক্ষরিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিক ভাষা ইনস্টিটিউট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কনফুসিয়াস ইনস্টিটিউটের মধ্যে চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

রোববার (১৩ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কনফারেন্স রুমে এই চুক্তিতে স্বাক্ষর করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন এবং ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট জবির শিক্ষক-শিক্ষার্থীদের জন্য চীনে শিক্ষাবৃত্তি ও প্রশিক্ষণের সুযোগ, চীনা ভাষা শিক্ষা, শিক্ষা উপকরণ সরবরাহ, চীনের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক পরামর্শ সেবা ও ভাষা-সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি পরিচালনা করবে।

সমঝোতা স্মারকটি স্বাক্ষর শেষে ড. ইয়ং হুই বলেন, এ বছরই চায়না ও বাংলাদেশের মধ্যে কুটনৈতিক সুবর্ণ জয়ন্তী উদযাপন হতে যাচ্ছে। আমরা চাই চায়না ও বাংলাদেশের মাঝে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌছুতে। এ সম্পর্ক উন্নত করতে চীনা ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সে লক্ষ্যেই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহন করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের প্রথম থেকেই সর্বচ্চ সহযোগিতা করে যাচ্ছে আমরা আশা করি ভবিষ্যতেও তাদের এ সহযোগিতা অব্যহত থাকবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স বাস্তবায়নের জন্য গঠিত কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় বহিরাঙ্গন পরিচালক অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, চায়না ও বাংলাদেশের মধ্যে যে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক দিন দিন যে মাত্রায় পৌছে যাচ্ছে তাতে চীনা ভাষা শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। ঠিক সে সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কনফুসিয়াসের মধ্যে  এমন একটি উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। এ চীনা ভাষা শিক্ষার মাধ্যমে আমেদের বহু শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আমরা আশা রাখি। 

জবি উপাচার্য অধ্যাপক রেজাউল করিম তার বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে পৃথক কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতাও আরও জোরদার হবে।

জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আজম সওদাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, চীনা ভাষা কোর্স বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোষ্ট, প্রক্টরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এ ছাড়া ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের মি. ইয়িন জু এবং মি. রাও জিহাও-সহ আরও কয়েকজন শিক্ষকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর