ভর্তি পরীক্ষায় প্রশংসা কুড়িয়েছে বাকৃবির সকল ছাত্র সংগঠন

বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ২০:৪৫
-67fbce12e9072.jpg)
ছবি : বাংলাদেশের খবর
২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভিন্ন ছাত্র সংগঠনের সহায়তায় প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। পরীক্ষার দিন ও তার পূর্বে, ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো পরীক্ষার্থীদের তথ্য সহায়তা, আবাসন, খাবার এবং নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করেছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা বিনামূল্যে পানি ও কলম বিতরণ করে এবং সহায়তার জন্য হেল্পলাইন চালু করে। ছাত্রদলও বিভিন্ন সেবা প্রদান করে, যেমন খাদ্য ও পানি বিতরণ, পরীক্ষার্থীদের সঠিক কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা, এবং শুভেচ্ছা জানানো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও পানি ও কলম বিতরণ করেছে এবং ছাত্র ইউনিয়ন হেল্প ডেস্ক স্থাপন করে সহায়তা প্রদান করেছে।
রোভার স্কাউট গ্রুপ এবং জেলা সমিতি ও সাংস্কৃতিক সংগঠনগুলোও শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা ও সহায়তা প্রদান করেছে। বিভিন্ন হলের শিক্ষার্থীরা আবাসন এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছে।
বাকৃবি প্রেসক্লাব পরীক্ষার সম্পর্কিত সকল তথ্য প্রকাশ করে এবং শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সহায়তা করে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হয়েছে।
এআরএস