ইবিতে নববর্ষের শোভাযাত্রায় না যাওয়ায় ছাত্রীদের খাবার বন্ধ

ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ২১:০৭
-67ffc7cb5a606.jpg)
ছবি : সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলে বাংলা নববর্ষের শোভাযাত্রায় অংশ না নেওয়ায় দুপুরের খাবার বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে হলের প্রভোস্ট ড. জালাল উদ্দিনের বিরুদ্ধে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে প্রভোস্টের পদত্যাগ দাবি করেন।
শিক্ষার্থীরা জানান, নববর্ষ উপলক্ষে ডাইনিংয়ে পান্তা-ভর্তা ও রুই মাছের বিশেষ আয়োজন করা হয়। র্যালিতে কম সংখ্যক শিক্ষার্থী অংশ নেওয়ায় প্রভোস্ট খাবার পরিবেশন বন্ধ করে দেন। অনেক শিক্ষার্থী আগেই টোকেন নিয়েছিলেন, কিন্তু খাবার না পেয়ে দুর্ভোগে পড়েন।
হলের আবাসিক ছাত্রী ফাতিমাতুজ-জোহরা ইরানী বলেন, ‘খাবারের টোকেন আগের দিনই সংগ্রহ করেছিলাম। কিন্তু দুপুরে গিয়ে দেখি ডাইনিংয়ে তালা, খাবার দেওয়া হবে না বলা হলো।’
ইতিহাস বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা বলেন, ‘আমার বান্ধবীদের অনেকের পরীক্ষা ছিল, তাই তারা যেতে পারেনি। যারা হলে ছিল, তারা যেতে চাইলেও প্রভোস্ট বারণ করেন। শেষে খাবারও দেওয়া হয়নি।’
প্রভোস্ট ড. জালাল উদ্দিন বলেন, ‘চারশ শিক্ষার্থীর হলে মাত্র ৮-১০ জন র্যালিতে যায়। এত কম সংখ্যক নিয়ে র্যালি সম্ভব নয়। তাই হতাশ হয়ে খাবার পরিবেশন বন্ধ করি।’
উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘শোভাযাত্রায় যাওয়া বাধ্যতামূলক নয়। এজন্য খাবার বন্ধ করা অনুচিত হয়েছে।’
এআরএস