ঢাবির কলাভবনের লিফটে আটকা ছিলেন ২৬ শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৫:৪৬

ছবি : বাংলাদেশের খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের লিফটের যান্ত্রিক ত্রুটির কারণে ২৬ জন শিক্ষার্থী প্রায় ৩০ মিনিট আটকা পড়েন। রোববার (২৭ এপ্রিল) দুপুর ১টায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় সুফিয়া কামাল হলের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তানিয়া আক্তার অজ্ঞান হয়ে পড়েন।
পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান বলেন, ‘প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় আটকা থাকার পরেও লিফটম্যান আসেনি, যা সবার মধ্যে মারাত্মক এক আতঙ্কের সৃষ্টি করেছে। আমাদের এক সহপাঠী অজ্ঞান হয়ে পড়েছিল। এ ঘটনা প্রায়ই ঘটে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ করে না। প্রতিনিয়ত অনিশ্চিত বিপদের শঙ্কা নিয়ে এভাবে দেশের সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, ভাবতেই অবাক লাগে।’
এমএমআই/এমআই