Logo

ক্যাম্পাস

ববিতে রেজিস্ট্রারের অপসারণ দাবিতে কক্ষ তালাবদ্ধ, কুশপুত্তলিকা দাহ

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৮:৪৮

ববিতে রেজিস্ট্রারের অপসারণ দাবিতে কক্ষ তালাবদ্ধ, কুশপুত্তলিকা দাহ

ছবি : বাংলাদেশের খবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের অপসারণসহ চার দফা দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে তারা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় উপাচার্য কার্যালয়ে উপস্থিত ছিলেন না।

আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হলে কর্মসূচির মাত্রা আরও বাড়বে। মুখপাত্র রাকিন খান বলেন, রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ না করা পর্যন্ত তালা খুলবেন না। তিনি অভিযোগ করেন, মনিরুল ইসলাম চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হয়েও প্রশাসনে প্রভাব বিস্তার করছেন এবং জুলাই আন্দোলনের সময় ছাত্রদের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, অধ্যাপক মুহসিন উদ্দিনকে অপমান করে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট থেকে বাদ দেওয়া হয়েছে। কোস্টাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী স্বপ্নিল অপূর্ব রকি অভিযোগ করেন, রেজিস্ট্রার নারী কেলেঙ্কারিতে জড়িত থাকা সত্ত্বেও তাঁকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে।

এর আগে, গত ২৪ এপ্রিল শিক্ষার্থীরা প্রশাসনকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। সাড়া না পেয়ে তারা এ কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো—অধ্যাপক মুহসিন উদ্দিনের বিরুদ্ধে অপবাদ প্রত্যাহার করে তাঁকে পুনর্বহাল করা, রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ করা, স্বৈরাচার ও ফ্যাসিবাদের সহযোগী শিক্ষকদের অপসারণ করা এবং বিতর্কিত শিক্ষকদের পুনর্বাসনের ঘটনায় উপাচার্যের প্রকাশ্যে দুঃখপ্রকাশ ও ক্ষমা চাওয়া।

জেআই জুয়েল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর