খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সুবিধা বৃদ্ধির প্রস্তাবনা

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৯:১৪

ছবি : বাংলাদেশের খবর
‘খুলনা বিশ্ববিদ্যালয়কে যেমন দেখতে চাই’ বিষয়ক সেমিনার রোববার (২৭ এপ্রিল) সকালে খুলনা সিটি কর্পোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মো. ফিরোজ সরকার।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় দেশের একটি অন্যতম সুনামধন্য প্রতিষ্ঠান। এটি শুধু বড় বিল্ডিংয়ের মাধ্যমে নয় বরং প্রতিবছর সুনামের সাথে শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম শেষ করে দেশ গড়ার কাজে নিয়োজিত হয়। তবে বিশ্ববিদ্যালয়ে কিছু অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসিক হল এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। প্রয়োজনে জমি অধিগ্রহণের মাধ্যমে এ সমস্যাগুলোর সমাধান করা যেতে পারে।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাস এবং খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সেলের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান।
সেমিনারে শিক্ষক-শিক্ষার্থী, সমাজকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তরিকুল ইসলাম/এআরএস