Logo

ক্যাম্পাস

জবির অবকাশ ভবনের ছাদের দেয়ালে ধস, আহত ১

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৬:২১

জবির অবকাশ ভবনের ছাদের দেয়ালে ধস, আহত ১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অবকাশ ভবনের দ্বিতীয় তলার একাংশে সানসাইট হঠাৎ ভেঙে পড়ে একজন আহত হয়েছেন। আহত ব্যক্তি প্রধান প্রকৌশল দপ্তরের কর্মচারী শাকিল শিকদার। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রাসেল আহমেদ বলেন, ক্যাফেটেরিয়ার পাশে আমরা কয়েকজন দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ প্রচণ্ড শব্দ হয়, মনে হলো ভূমিকম্প হয়েছে। আমরা আশেপাশে যারা ছিলাম দ্রুত দৌড়ে যাই। মূলত দীর্ঘদিন ধরেই ওই অংশে ফাটল ছিল।

আহত কর্মচারী শাকিল শিকদার বলেন, আমি কাজ শেষ করে নিচে নামছিলাম, ঠিক তখনই ছাদের দেয়াল ভেঙে পড়ে। কিছু অংশ আমার পায়ে পড়ে, তবে বড় দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে গেছি।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এস এম সিয়াম বলেন, শিক্ষার্থীরা প্রাণের ঝুঁকি নিয়ে ক্যাফেটেরিয়ার যায়। ওই অংশে দীর্ঘদিন ফাটল ছিল প্রশাসন কি এটা দেখে না? প্রশাসনের আরও আগে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, এর আগেও ভবনটির বারান্দার একটি অংশ ধসে পড়েছে। আমরা সেটা ঠিক করেছি। ভবনটি অনেক পুরোনো। আমরা ভবনটি সংস্কারে দ্রুত উদ্যোগ গ্রহণ করবো।

জেএন/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর