জুলাই হামলাকারীদের বিচার ও জাকসুর দাবিতে বিক্ষোভ মিছিল

জাবি প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০১:২২

জুলাই আন্দোলনে হামলাকারীদের দ্রুততম সময়ে বিচারপ্রক্রিয়া সম্পন্ন এবং আগামী ৩০ এপ্রিলের মধ্যে জাকসুর তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ (নতুন কলা) সংলগ্ন মুরাদ চত্বর থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।
মিছিলে শিক্ষার্থীদের, জাকসু চাই জাকসু চাই/দিতে হবে দিতে হবে, জাকসু নিয়ে তালবাহানা/চলবে না চলবে না, রক্তের বন্যায়/ ভেসে যাবে অন্যায়, দালালি না রাজপথ/ রাজপথ রাজপথ -ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। মিছিলটি শহীদ মিনার, সিএসসি ভবন, বটতলা সংলগ্ন সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন আয়ানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা বলেন, এই প্রশাসন দায়িত্ব গ্রহণ করার পর থেকে যতবারই আমরা জাকসুর দাবি নিয়ে গিয়েছি ততবারই কোন না কোনোভাবে তারা জাকসু বিলম্বিত করার প্রচেষ্টা করেছে। জাকসু ক্যাম্পাসের সকল শিক্ষার্থীর প্রাণের দাবি। আমরা দেখেছি জাকসু না থাকার ফলে বিগত স্বৈরাচার আমলের পেটোয়া বাহিনী কীভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপর দমন পীড়ন চালিয়েছে। আমরা চাই সুষ্ঠ ধারার রাজনীতি ক্যাম্পাসে ফিরে আসুক, শিক্ষার্থীরা জাকসু কেন্দ্রীক রাজনীতি চর্চা করুক এবং জাকসুতে নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের আওয়াজ হয়ে উঠুক।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার সংগঠক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, গত বছর ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসেছে আমরা বারবার শুনে এসেছি তারা গণঅভ্যুত্থানের প্রোডাক্ট। কিন্তু ৮ মাস পেরিয়ে গেলেও এই প্রশাসনের যে মূল কাজ, জুলাই-আগস্টের হামলাকারী সন্ত্রাসীদের বিচার, সেটি করেনি। দীর্ঘ ৩২ বছর পরে যখন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি জাকসু নিয়ে আওয়াজ উঠেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্নভাবে গরিমসি করে সেই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। যখনই তফসিল ঘোষণার সময় আসে, একটা গোষ্ঠী বিচার নিয়ে সরব হয়। আমরা মনে করছি পরিকল্পিতভাবে বিচারকার্যকে জাকসুর বিপরীতে দাঁড় করানো হচ্ছে। আমরা চাই বিচার বিচারের মতো চলবে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি জাকসু নির্বাচনও দ্রুত সময়ের মধ্যে আয়োজন করতে হবে।
প্রশাসনকে গদি থেকে নামানোর হুমকি দিয়ে তিনি বলেন, আমরা বিশ্বাস করতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার (৩০ এপ্রিল) জাকসুর তফসিল ঘোষণা করবে। যদি কোনো ষড়যন্ত্র তাহলে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের সাথে নিয়ে আপনাদের গদি থেকে নামিয়ে দিতে বাধ্য হবো। এই যৌক্তিক আন্দোলনের সাথে একাত্মতা পোষণ না করলে আপনাদের এই গদিতে থাকার কোনো অধিকার নাই।
আমানউল্লাহ খান/ওএফ