Logo

ক্যাম্পাস

জবি শিক্ষার্থীর আত্মহত্যা প্ররোচনা মামলায় গ্রেপ্তার ১

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৫:৪৮

জবি শিক্ষার্থীর আত্মহত্যা প্ররোচনা মামলায় গ্রেপ্তার ১

রাজধানীর লক্ষ্মীবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। মামলায় ইয়াছিন মজুমদার (২৩) নামের এক যুবককে অভিযুক্ত করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার অথৈ-এর বাবা প্রণব মজুমদার (৫৯) বাদি হয়ে এ মামলা করেছেন। অভিযুক্ত ইয়াছিন মজুমদার চট্টগ্রাম জেলার আকবর শাহ্ উপজেলার ফিরোজ শাহ্ গ্রামের বাসিন্দা।

মামলার অভিযোগে বলা হয়, মো. ইয়াছিন মজুমদার (২৩) নামের এক যুবক দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্যক্ত করছিলেন। স্কুলজীবনে তাদের মধ্যে পরিচয় ছিল। আমার মেয়ে ঢাকা চলে আসলে বিবাদী আমার মেয়েকে অনুসরণ করে ঢাকায় আসে এবং লালবাগ থানা ধারা এলাকায় জমিদারী ভোজ নামক রেস্টুরেন্টে ওয়েটারের চাকরি নেয়। বিবাদী পূর্বের ন্যায় আমার মেয়েকে উত্যক্ত করতে থাকে। পরবর্তীতে ইয়াছিন কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ইয়াসিন। একপর্যায়ে অপমানজনক কথা, মিথ্যা অপবাদ দিয়ে মানসিকভাবে নির্যাতন করতে থাকেন অথৈকে।

এরপর গতকাল ২৯ এপ্রিল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সংগীত উৎসবে অনুশীলন শেষে মেসে ফেরার পথে ইয়াসিন অথৈকে গালমন্দ করেন ও উৎসবে অংশ না নিতে চাপ দেন। পরে তার (অথৈ) রুমের দরজা ভেঙে তাকে অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার। মেসের মালিকের স্ত্রী মোসা. জোৎস্না বেগম প্রথম ঘটনাটি লক্ষ্য করেন। এরপর ইয়াছিন মজুমদারসহ কয়েকজন তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা প্রনব মজুমদার বলেন, আমার ধারণা, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে মেয়েটি মেসের রুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মেয়ের সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে আমি চট্টগ্রাম থেকে ঢাকায় ছুটে আসি।

সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযোগও পেয়েছি। তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রত্যাশা মজুমদার অথৈ নামের এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বয়ফ্রেন্ড ইয়াসিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

জেএন/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর