Logo

ক্যাম্পাস

কুবি আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু ৭ মে

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৮:৩৮

কুবি আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু ৭ মে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫ শুরু হবে আগামী ৭ মে থেকে। পূর্বে নির্ধারিত তারিখ অনুযায়ীই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শনিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, খেলাগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিযোগিতা পরিচালিত হবে।

মনিরুল আলম বলেন, খেলা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয়, সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।

এদিকে, কুবি ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, আমাদের সবাই একটি দায়িত্বশীল আচরণ করতে হবে। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে মেনে নিতে হবে। আমরা চেষ্টা করব, গতবারের থেকেও ভালো খেলা উপহার দিতে।

উল্লেখ্য, গত ১ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ‘অনিবার্য কারণে’ এই টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছিল।

রিফাত/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর