Logo

ক্যাম্পাস

মাদকের সাথে সম্পৃক্ত থাকায় ৪ শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৯:৫৪

মাদকের সাথে সম্পৃক্ত থাকায় ৪ শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হল থেকে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় চার শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। 

দুই শিক্ষার্থীকে বুধবার বিকেল ৫টার মধ্যে এবং পরীক্ষা থাকায় বাকি দুই শিক্ষার্থীকে বৃহস্পতিবার পরীক্ষার পরপরই হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (০৭ মে) বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

চার শিক্ষার্থী হলেন- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফুল ইসলাম সাদিফ, একই শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের আরিফ আশরাফ, ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাইফ হাসান জিদনী ও প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল খান। এর মধ্যে ওয়াসিফুল ও আরিফকে বুধবার এবং জিদনী ও শাকিলকে বৃহস্পতিবার পরীক্ষা শেষে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

ধূমপান ও মাদকমুক্ত ক্যাম্পাস ঘোষণার পর থেকে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে বিজয়-২৪ হলে অভিযান চালিয়ে তিনটি কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় চারজন শিক্ষার্থীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছেন হল প্রভোস্ট।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, প্রভোস্টের চিঠির পরিপ্রেক্ষিতে তাদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শৃঙ্খলা কমিটির মিটিংয়ে তাদের বিষয়টি আলোচনা করা হবে। এরপর ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ওয়াসিফুল ইসলাম সাদিফ ও লোকপ্রশাসন বিভাগের আরিফ আশরাফকে আজকেই হল ছেড়ে যেতে বলা হয়েছে। তারা দুজন ইতোমধ্যে চলে গেছে। 

অন্য দুজন শিক্ষার্থীর বৃহস্পতিবার পরীক্ষা থাকায় তাদের একদিন হলে থাকার সুযোগ দেওয়া হয়েছে। ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সাইফ হাসান জিদনী ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শাকিল খানকে পরীক্ষা শেষে বৃহস্পতিবারের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রিফাত/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর