কাজী আনিছের বিরুদ্ধে প্রশ্নফাঁসের অভিযোগ, উচ্চতর তদন্ত কমিট

কুবি প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৭:৫৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের বিরুদ্ধে প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ১০৩তম সিন্ডিকেট সভায় গত ২৮ এপ্রিল এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি বুধবার (৭ মে) নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিন সদস্যবিশিষ্ট এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কুবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। কমিটির অন্য সদস্যরা হলেন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ ও ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান (সদস্য সচিব)।
রেজিস্ট্রার অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক তদন্তের পর উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডকুমেন্টস নষ্ট হওয়ার আগে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দেওয়ার অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক সোলায়মান বলেন, আমরা এখনো অফিসিয়াল চিঠি হাতে পাইনি। পেলেই দ্রুত মিটিং ডেকে তদন্ত কার্যক্রম শুরু করব।
গত ১১ মার্চ রাতে একটি বেনামী ই-মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ পাঠানো হয়। অভিযোগে বলা হয়, বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে কাজী এম. আনিছুল ইসলামের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং তিনি তাকে একাধিকবার প্রশ্নফাঁসের মাধ্যমে সহায়তা করেছেন। সঙ্গে ছিল বেশ কিছু প্রমাণস্বরূপ নথিপত্র।
ঘটনার পরদিন ১২ মার্চ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়। পাশাপাশি শিক্ষক আনিছুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
- রিফাত/এটিআর