-681c52286531a.jpg)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু এবং বিশ্ববিদ্যালয় আইন সংস্কার করে জকসু নির্বাচন দেওয়ার দাবিতে গণভোট কর্মসূচি শুরু করেছে শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
গণভোটে অংশ নেওয়া শিক্ষার্থীদের কাছে দুটি প্রশ্ন রাখা হয়েছে, ‘আপনি কি শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চান?’ ‘আপনি কি বিশ্ববিদ্যালয় আইন সংস্কার করে জকসু নির্বাচন চান?’
এ বিষয়ে শাখা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ বলেন, আসছে বাজেটে শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা বরাদ্দ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন সংস্কার করে অবিলম্বে জকসু নির্বাচন দেওয়ার দাবিতে আমাদের এ গণভোট কর্মসূচি। আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে চাচ্ছি। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণ সন্তোষজনক।
তিনি আরও বলেন, আমাদের এই গণভোট কর্মসূচি আগামী সাতদিন ধরে চলবে অর্থ্যাৎ আগামী সপ্তাহেও এটা চলবে। এছাড়া আমরা ক্লাস ক্যাম্পেইনও করবো। শিক্ষার্থীদের মতামত প্রশাসনের সামনে তুলে ধরবো। এটা চলমান আন্দোলনের একটি অংশও বটে।
- জান্নাতুন নাইম/এটিআর