Logo

ক্যাম্পাস

চাকরির নিয়োগ প্রক্রিয়া সংস্কারে জবি শিক্ষার্থীদের ১০ দাবি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৪:১৮

চাকরির নিয়োগ প্রক্রিয়া সংস্কারে জবি শিক্ষার্থীদের ১০ দাবি

চাকরির নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে ১০ দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এই ১০ দফা বাস্তবায়িত হলে নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও দুর্নীতিমুক্ত। তারা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ ও কার্যকর উদ্যোগ কামনা করেন।

শিক্ষার্থীদের দাবিসমূহ
১. প্রথমিকের সহকারী শিক্ষক, রেলওয়ে, খাদ্য অধিদপ্তরসহ ১৬তম গ্রেড পর্যন্ত সব নিয়োগ পরীক্ষায় প্রিলির পাশাপাশি লিখিত পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

২. সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের প্রমাণ পেলে তা যাচাই করে সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল করতে হবে।

৩. সুপারিশ বাণিজ্য ঠেকাতে মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে আনতে হবে।

৪. প্রশ্নফাঁস ও প্রক্সির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে।

৫. প্রাথমিক বিদ্যালয়ের ২০ শতাংশ অগ্রাধিকারমূলক বিজ্ঞান কোটা প্রত্যাহার করতে হবে।

৬. স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন ফি সহনীয় পর্যায়ে আনতে হবে।

৭. যেকোনো ফাইনাল রেজাল্টের মেরিট লিস্টের পাশাপাশি ঐ পদসংখ্যার এক-তৃতীয়াংশের ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে।

৮. এক বছর পর্যন্ত পদ শূন্য হওয়া সাপেক্ষে ওয়েটিং লিস্ট থেকে প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে হবে।

৯. বিগত নিয়োগগুলো—যেমন BSCIC, CGDF, বিমান বাংলাদেশ, খাদ্য অধিদপ্তর, BIBM, রেলওয়ে ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ—উচ্চ পর্যায়ের তদন্তের আওতায় আনতে হবে।

১০. শিক্ষক নিবন্ধনে পুলিশ ভেরিফিকেশনের দায়ভার প্রত্যাহার করতে হবে এবং ৩০ শতাংশ নারী কোটা বাতিল করতে হবে।

সংবাদ সম্মেলনে জেসমিন আক্তার বলেন, নারী কোটা বা বিজ্ঞান কোটা নয়, নিয়োগ হতে হবে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ভিত্তিতে। কোটা প্রথার অপব্যবহার মেধাবীদের বঞ্চিত করছে।

পিএসসি সংস্কার আন্দোলনের মুখপাত্র সাজ্জাদ হুসাইন মুন্না বলেন, নিয়োগ প্রক্রিয়ায় একের পর এক দুর্নীতি, প্রশ্নফাঁস, সুপারিশ বাণিজ্য আমাদের হতাশ করছে। আমরা শুধু মেধা ও ন্যায্য প্রতিযোগিতার মাধ্যমে চাকরি চাই। তাই এই দাবিগুলো আমাদের মৌলিক অধিকার আদায়ের পথ। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংস্কার আন্দোলনের ৮ দাবির মধ্যে ৭ দাবির সঙ্গে সংহতি জানাচ্ছি আমরা।

জেএন/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর