Logo

ক্যাম্পাস

জবি-ইউগলেনার মধ্যে গবেষণা বিষয়ক ২ বছরের চুক্তি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৫, ১০:২৭

জবি-ইউগলেনার মধ্যে গবেষণা বিষয়ক ২ বছরের চুক্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও গ্রামীণ ইউগলেনার ইউগলেনা জিজি-লিমিটেডের মধ্যে গবেষণা, উন্নয়ন এবং প্রশিক্ষণ সহযোগিতার লক্ষ্যে দুই বছর মেয়াদি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের কনফারেন্স রুমে গ্রামীণ ইউগলেনার পক্ষে সহপ্রধান নির্বাহী কর্মকর্তা শিওরি ওনিশি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন  এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জিআইএস, রিমোট সেন্সিং, জলবায়ু, পরিবেশ ও সামাজিক গবেষণায় যৌথভাবে কাজ করবে। পাশাপাশি জবির শিক্ষার্থীরা ইউগলেনার আধুনিক প্রযুক্তি ও সামাজিক উদ্যোগের সঙ্গে প্রশিক্ষণ এবং ইন্টার্নশিপের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি, প্রশাসনিক কর্মকর্তারা এবং গ্রামীণ ইউগলেনার অপারেশন প্রধান মো. নাজমুস সাদাতসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপাচার্য তার বক্তব্যে বলেন, এই চুক্তির মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা ও পরিবেশগত উন্নয়নে সহযোগিতার এক নতুন অধ্যায় শুরু হলো। আমাদের শিক্ষার্থীরা আধুনিক কৃষি ও পরিবেশগত প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বহিরাঙ্গণ কার্যক্রম পরিচালক অধ্যাপক ড. নাছির আহমাদ। স্বাগত বক্তব্য দেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের। 

জেএন/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর