Logo

ক্যাম্পাস

সেনেটারি ন্যাপকিন সহজলভ্য করতে জাবিতে ভেন্ডিং মেশিনের দাবি

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৫, ১০:৩৪

সেনেটারি ন্যাপকিন সহজলভ্য করতে জাবিতে ভেন্ডিং মেশিনের দাবি

নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (৮ মে) সংগঠনটির জাবি টিম এ স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে বলা হয়, ক্যাম্পাসে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের মাসিককালীন স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করতে বিভিন্ন অনুষদ ও বিভাগে সেনেটারি ন্যাপকিনের জন্য ভেন্ডিং মেশিন স্থাপন জরুরি। পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন আবাসিক হলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সীমানা প্রাচীর উঁচু করা ও কাঁটাতারের বেড়া স্থাপনের দাবি জানানো হয়।

সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী কনক ইয়াসমিন বলেন, মেয়েদের জন্য মাসিককালীন স্বাস্থ্যসামগ্রী সহজলভ্য করাটা খুবই জরুরি। এজন্য ভেন্ডিং মেশিন বসানো সময়োপযোগী পদক্ষেপ হবে।

দর্শন বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী হ্যাপি আক্তার শিলা বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে থাকা হলগুলোতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তাই সীমানা প্রাচীর উঁচু করা ও কাঁটাতার স্থাপন জরুরি।

লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি ও সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করি। জাবি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ আশা করি।

স্মারকলিপি প্রদানকালে সংগঠনের জাবি টিমের সংগঠক আব্দুল হাদি, হৃদি, রিনা, কনক, শিলা প্রমুখ উপস্থিত ছিলেন।

  • আমানউল্লাহ খান/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর