Logo

ক্যাম্পাস

ঢাবিতে শুরু হচ্ছে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৫, ০৭:৫৬

ঢাবিতে শুরু হচ্ছে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ

চীনের আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল’ নির্মাণ প্রকল্পের কাজ শিগগিরই শুরু হচ্ছে। প্রায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই হলে এক হাজার ৫০০ ছাত্রীকে আবাসন সুবিধা দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে গত ৩০ এপ্রিল চীনা কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়কে তথ্য প্রেরণের অনুরোধ জানায়। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৬ মে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। সবকিছু যাচাই শেষে দ্রুত প্রকল্পের কাজ শুরুর কথা জানায় চীনা কর্তৃপক্ষ।

গত ১১ মার্চ প্রকল্পটি পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ অনুমোদন দেয়। পরে এটি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প তালিকায় যুক্ত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ঢাবির আবাসন সংকট নিরসনে আরও তিনটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ইআরডির সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও পরিকল্পনা কমিশনের সচিব ড. কাইয়ুম আরা বেগমের সঙ্গে পৃথক বৈঠক করেন।

এ ছাড়া ২ হাজার ৮৪১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পে ছাত্রীদের জন্য আরও ৪টি হল ও ছাত্রদের জন্য ৫টি হল নির্মাণের কাজ প্রক্রিয়াধীন। এই প্রকল্প বাস্তবায়িত হলে নতুন করে আবাসন পাবেন প্রায় ৩ হাজার ছাত্রী ও ৫ হাজার ১০০ ছাত্র।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের শতাধিক পুরাতন ভবনের সংস্কারেও উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ভবনসমূহের সংস্কার, সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধন’ প্রকল্পে ১৫১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ১৬৮টি জরাজীর্ণ ভবন সংস্কারের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

  • এমএমআই/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর