-68232974510d9.jpg)
বাজেট বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ভাতা প্রদানের দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে লিখিত আবেদন জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।
মঙ্গলবার (১৩ মে) জবিশিসের সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন স্বাক্ষরিত এক আবেদনপত্রে এ তথ্য জানানো হয়।
আবেদনে বলা হয়, উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীপ্রতি বাজেট বরাদ্দ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় অত্যন্ত কম। ফলে একাডেমিক কার্যক্রম ও অবকাঠামো উন্নয়নে চরম সংকট দেখা দিয়েছে।
২০০৫ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত কেবল ছাত্রীদের জন্য একটি আবাসিক হল নির্মিত হয়েছে। শিক্ষকদের আবাসনের কোনো ব্যবস্থাও এখনো গড়ে ওঠেনি। পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলায় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
আবেদনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়ানো, আবাসিক সংকট নিরসনে যথাযথ ভাতা নির্ধারণ এবং অবকাঠামো উন্নয়নের দাবিগুলো যৌক্তিক ও বাস্তবসম্মত। আমরা এসব দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
জবিশিস আশা প্রকাশ করেছে, আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এই দাবি বিবেচনায় নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর বরাদ্দ দেওয়া হবে।
জেএন/এমএইচএস