
সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের আলোকিত ভবিষ্যৎ গঠনের প্রত্যয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে খুলনা বিশ্ববিদ্যালয়ভিত্তিক সামাজিক সংগঠন ‘ছায়াবৃত্ত পাঠক ফোরাম’। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি ২০২৫ সালের জন্য তাদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।
ঘোষিত নতুন কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইশা তাসনিম ঋতি ও স্কুল সমন্বয়ক হয়েছেন মো. লিমন শেখ।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-
অর্থ ও হিসাব সমন্বয়ক : আব্দুল্লাহ আল আবিদ খান ও মুনতারিন
দপ্তর ও গণসংযোগ : রাহুল সরকার ও আল হেরা রাফা
প্রচার ও প্রকাশনা : তন্ময় বিশ্বাস ও ফারহানা রিতু
সাহিত্য ও সংস্কৃতি : জোহরা আক্তার বনানী ও শরাবান তহুরা
স্বাস্থ্য বিভাগ : তাহেরুননেছা সাথী ও প্রিয়া রানী সাহা
কার্যনির্বাহী সদস্য : মো. আবু বক্কর সিদ্দিক, জয় নন্দী ও মোস্তাকিমা ইয়াসমিন রাশি
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সংগঠনের পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। পুরো কার্যক্রমটি ছায়াবৃত্তের সদস্যরা নিরলস স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালনা করেন। এছাড়াও প্রতি সপ্তাহে আয়োজন করা হয় পাঠচক্র ও খেলাধুলা, স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান।
নবনিযুক্ত প্রধান সমন্বয়ক মাইশা তাসনিম ঋতি বলেন, চলমান কার্যক্রমের পাশাপাশি ২০২৫ সালে আমরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি ছিন্নমূল শিশুদের মাঝে পুস্তক বিতরণ ও মেয়েশিশুদের জন্য আলাদা সহায়তা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।
নতুন কমিটির সদস্যরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৫ সালে আরও অধিক সংখ্যক স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীকে সম্পৃক্ত করে ছায়াবৃত্ত পাঠক ফোরামকে একটি আদর্শ ও অনুকরণীয় সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।
এইচকে/এমবি