Logo

ক্যাম্পাস

কুবিতে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অনিয়ম খতিয়ে দেখতে কমিটি

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৫, ২০:১৮

কুবিতে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অনিয়ম খতিয়ে দেখতে কমিটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অনিয়ম খতিয়ে দেখতে চার সদস্য বিশিষ্ট 'ফ্যাক্ট ফাইন্ডিং' কমিটি গঠন করা হয়েছে। ১০৩ তম সিন্ডিকেট সভায় এটি গঠন করা হয়েছে বলে বৃহস্পতিবার (১৫ মে) নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। 

গত ৬ মে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ও সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে জানা যায়, গত ২৮ এপ্রিল ১০৩ তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত অনুযায়ী চার সদস্য বিশিষ্ট ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আহ্বায়ক হিসেবে আছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, সদস্য সচিব হিসেবে আছেন সহকারী রেজিস্ট্রার মো. মনিরুজ্জামান। এছাড়া, সদস্য হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের অধ্যাপক ড. মতিন সাদ আবদুল্লাহ। 

এ ব্যাপারে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, 'আমার কাছে এখনো এ সংক্রান্ত কোন চিঠি আসে নাই। আসলে দেখে বলতে পারব।'

সদস্য সচিব সহকারী রেজিস্ট্রার মো. মনিরুজ্জামান বলেন, 'চিঠিটা আজকে পেয়েছি। এরপর এই ব্যাপারে উপ-উপাচার্য ম্যাম বা আমাদের মধ্যে এখনো কোনো কথা হয়নি। শনিবার কথা বলে বলতে পারব।' 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর