ঈদুল আজহা উপলক্ষে ১৪ দিনের ছুটিতে যাচ্ছে বাকৃবি

বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৫, ২০:৫৮
-68260116af8cd.jpg)
ছবি : সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৪ দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্বাহী আদেশ অনুযায়ী ১৭ ও ২৪ মে (শুক্রবার) ক্লাস ও অফিস খোলা থাকবে।
ঈদের দিন ও পরের দিন বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টার বন্ধ থাকবে। তবে খামার ব্যবস্থাপনা, ফার্ম, গবেষণাগার, হাসপাতাল, পাওয়ার হাউস, পানি সরবরাহ, নিরাপত্তা শাখা ও আইসিটি সেলের মতো গুরুত্বপূর্ণ শাখাগুলো ন্যূনতম জনবল দিয়ে চালু থাকবে।
এআরএস