Logo

ক্যাম্পাস

পুলিশি হামলা থেকে রক্ষা পায়নি জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থী

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৮:০৫

পুলিশি হামলা থেকে রক্ষা পায়নি জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থী

ছবি : বাংলাদেশের খবর

৭০ শতাংশ আবাসন ভাতাসহ তিন দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপে হামলার শিকার হয় জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা। 

বুধবার (১৪ মে) দুপুরে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় কাকরাইল মোড়ে এ হামলা শিকার হন৷ এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ আহত হন অন্তত অর্ধশতাধিক। পুলিশের এই অতর্কিত হামলায় আহত হয় জুলাই আগস্ট এর আন্দোলনে আহত শিক্ষার্থী ফেরদৌস শেখ, মাসুদ রানা, ওমর ফারুক খানসহ অনেকে।

জুলাই যোদ্ধাদের উপরে পুলিশের এই হামলার কারণে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, সরকারের রাষ্ট্রীয় বাহিনী আওয়ামী কায়দায় আমাদের উপর হামলা চালিয়েছে, আমাদের শিক্ষকদের পর্যন্ত তারা লাঠিচার্জ করেছে। এই পুলিশ ২৪ এর গণঅভ্যুত্থানেও আমাদের রক্ত ঝরিয়েছে এবং এখনও তাই করল। সরকারের কাছে অনুরোধ আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিন এবং যারা আমাদের উপর হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তির বিধান নিশ্চিত করুন। 

আহত জুলাই যোদ্ধা ফেরদৌস শেখ বলেন, আমাদের জুলাই যোদ্ধাদের উপর হামলা চালানো মানে বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদের উপর হামলা চালানোর শামিল। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

জুলাই বিপ্লবে আহত জবির আরেক শিক্ষার্থী ওমর ফারুক খান বলেন, যেই সরকারকে আমরা আমাদের রক্তের উপর দিয়ে বসিয়েছি সেই সরকারের লাঠিয়াল বাহিনী আমাদের উপর লাঠিচার্জ করল শিক্ষকদের উপর হামলা চালালো, আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা চালালো আমাদেরকে আহত করল এটা কোনোভাবেই কাম্য ছিল না। 

জেএন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর