বোতল নিক্ষেপের অভিযোগে আটক শিক্ষার্থীকে ছাড়ার ২ ঘণ্টার আল্টিমেটাম

জবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৮:২৪

ছবি : বাংলাদেশের খবর
উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল ছুঁড়ে মারার অভিযোগে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া শিক্ষার্থীকে ছাড়ার দুই ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ মে) বিকাল ৫টার দিকে গণঅনশন কর্মসূচিতে জবি ঐক্যের পক্ষে এ ঘোষণা দেন জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছে। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা আপনাদের চোখে পড়ল না। আপনারা উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপের ঘটনাকে বড় করে দেখছেন।
তিনি আরও বলেন, সেই ছেলেকে আপনারা ডিবির কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছেন। আমাদের একটি প্রতিনিধিদল যাবে, তাদের কাছে তাকে হস্তান্তর করতে হবে। আমরা দুই ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি -এর মধ্যে তাকে পেতে চাই। অন্যথায় আমরা ডিবি কার্যালয় ঘেরাও করবো।
এ ঘটনায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অনিন্দ্য রায় বলেন, ‘ওর কোনো ক্ষতি করা হলে আমরা জবিয়ানরা সর্বোচ্চ প্রতিবাদ জানাবো। রাষ্ট্র যদি একটি বোতলের বিপরীতে টিয়ারশেল, গুলি ও রক্তকে দাঁড় করায় তাহলে তা পুরোপুরি অন্যায় হবে।’
এর আগে গত ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চার দফা দাবিতে ‘লং মার্চ’ কর্মসূচিতে তাদের সঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কথা বলতে এলে তার মাথায় বোতল ছুড়ে মারা হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী সেই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
শিক্ষার্থীদের চার দফা দাবি হলো-
১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে শিক্ষাবৃত্তি।
২. ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন।
৩. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন।
৪. শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।
জেএন/এমবি