কুবিতে বহিষ্কৃত হয়েও পরীক্ষা দিলেন সেই শিক্ষার্থী

কুবি প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৫, ২০:০৯

বহিষ্কৃত শিক্ষার্থী শাকিল খান। ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থী মাদক সম্পৃক্ততার অভিযোগে সাময়িক বহিষ্কৃত হয়েও চতুর্থ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছেন। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট বিভাগ ও শিক্ষার্থীরা।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম শাকিল খান। ২০২১-২২ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থীকে ৬ মে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়। পরদিন হল থেকে এবং ১৪ মে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয় শৃঙ্খলা বোর্ডে। তবে ১৮ মে অনুষ্ঠিত ARC-225 কোর্সের শেষ পরীক্ষায় অংশ নেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, বহিষ্কারের মেয়াদকালে কোনো শিক্ষার্থী ক্লাস-পরীক্ষাসহ কোনো অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারেন না। কিন্তু বিভাগীয় দপ্তরে কোনো অফিসিয়াল চিঠি না আসায় পরীক্ষা থেকে তাকে বিরত রাখা হয়নি বলে জানান সংশ্লিষ্ট শিক্ষকরা।
পরীক্ষা কমিটির সভাপতি ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান বলেন, ‘প্রশাসন থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি না আসায় তাকে পরীক্ষায় বসতে বাধা দেওয়া হয়নি।’
শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কার কার্যকর হলেও তা বিভাগে না পৌঁছানোর ব্যাখ্যায় রেজিস্ট্রার বলেন, ‘ফাইল নোট অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন না হলে সিদ্ধান্ত কার্যকর হয় না।’
এ বিষয়ে প্রক্টর ড. মো. আবদুল হাকিম জানান, ‘বহিষ্কারের সিদ্ধান্তের পরপরই তা কার্যকর হয়, শিক্ষার্থীর পরীক্ষা দেওয়া বিশ্ববিদ্যালয় নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।’
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।