Logo

ক্যাম্পাস

গোবিপ্রবি’তে চালু হলো ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড

Icon

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫, ২১:২৯

গোবিপ্রবি’তে চালু হলো ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রথমবারের মতো চালু হলো ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড। দীর্ঘ ১৪ বছর পর প্রশাসনিক স্বীকৃতির এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ৩৩টি বিভাগের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ৭১ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র ও চেক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এ আয়োজনের উদ্যোগ নেয় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘এই অ্যাওয়ার্ড শুধু কাগজে-কলমে একটি স্বীকৃতি নয়, এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ নির্মাণে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তারা আজ থেকে নিজেকে বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভাববে।’

তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষক, ল্যাব ও বাজেট সংকট সত্ত্বেও গোবিপ্রবি থেকে যেসব মেধাবী শিক্ষার্থী বের হচ্ছে, তারা দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমি চাই, এই অ্যাওয়ার্ড প্রথা ভবিষ্যতেও অব্যাহত থাকুক।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. মোহাম্মদ কামাল হোসেন, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

রাসেল হোসেন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর