Logo

ক্যাম্পাস

জবির সমকাল সুহৃদ সমাবেশের নেতৃত্বে রাকিব-সাফা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫, ১৬:৫১

জবির সমকাল সুহৃদ সমাবেশের নেতৃত্বে রাকিব-সাফা

জবির সমকাল সুহৃদ সমাবেশের নেতৃত্বে রাকিব-সাফা। ছবি : বাংলাদেশের খবর

সমকাল সুহৃদ সমাবেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কমিটি প্রকাশিত হয়েছে।এতে ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের আব্দুর রাকিবকে সভাপতি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ সেশনের সাফা খাতুনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (২১ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসাইন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কমিটিতে সহসভাপতি হিসেবে মো আশরাফুল ইসলাম, মেজবা উদ্দীন, মো সাব্বির হোসেন,সোবহান সৌরভ, মো. স্বর্গ, ফাহমিদা দোলা, মো. তানভীর হাসান, তৌফিক হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আল-শাহরিয়ার খান, জান্নাতুন নাইম, মৌমিতা পাল, প্রত্যাশা মন্ডল, উম্মে হাবিবা, রেজওয়ান ইসলাম নিলয় তালুকদার, ফারজানা খাতুন, রাবেয়া বসরী মম সাংগঠনিক সম্পাদক হিসেবে আইজান রাকিব, সোহানুর রহমান, রাতুল হাসান তাওহীদ, রজব আল ফাহিম, মো শাহরিয়াজ রাতুল মনোনীত হয়েছেন।

এছাড়াও কমিটিতে দপ্তর  সম্পাদক শোয়াইব বিন আকবর,প্রচার সম্পাদক তাহমিদ রাদ, অর্থ ও সম্পাদনা বিষয়ক সম্পাদক লাবিব বসুনিয়া, নারী বিষয়ক সম্পাদক আফিয়া ফারহানা প্রমি মনোনীত হয়েছেন।

নবগঠিত কমিটির সভাপতি মো. আব্দুর রাকিব বলেন, ‘সমকাল সুহৃদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে আমাকে সভাপতি হিসেবে নির্ধারণ করায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সমকাল পরিবার ও অন্যান্য সকল শুভাকাঙ্ক্ষীকে। আশা করি আমাদের সৃজনশীল কাজ ও সহযোগিতামূলক সামাজিক কাজের মাধ্যমে আমাদের ব্যক্তিত্ব বোধ জাগ্রত করা  এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরো সমুন্নত করতে পারব।’

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর