Logo

ক্যাম্পাস

কুবিতে বিদ্যুৎ-ওয়াইফাই সংকট, মধ্যরাতে বিক্ষোভ

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১০:০৫

কুবিতে বিদ্যুৎ-ওয়াইফাই সংকট, মধ্যরাতে বিক্ষোভ

দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও ওয়াইফাই সংকট নিরসনের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে আবাসিক হলের শিক্ষার্থীরা। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শুক্রবার দিবাগত রাত (২৪ মে) সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ধীরেন্দ্রনাথ দত্ত হল ও কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরাও এতে যোগ দেন। মিছিলটি দক্ষিণ মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীরা ‘জ্বালোরে জ্বালো; আগুন জ্বালো’, ‘অ্যাকশন টু অ্যাকশন; ডাইরেক্ট অ্যাকশন,, ‘এক দুই তিন চার; আইটি সেল গদি ছাড়’, ‘বিদ্যুৎ-ওয়াইফাইয়ের সমাধান করতে হবে’ ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করেন। ‘নেট নাই, নেট নাই’ স্লোগানে ইন্টারনেট সেবার দুরবস্থার প্রতিবাদ জানান তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ইন্টারনেট সেবার মান খুবই খারাপ। এ ছাড়া বিদ্যুৎ বিভ্রাটের কারণে অ্যাকাডেমিক ও দৈনন্দিন কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটছে। তারা দ্রুত এই সমস্যাগুলোর স্থায়ী সমাধান দাবি করেন।

বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী পাবেল রানা বলেন, দীর্ঘদিন ধরে আমরা বিদ্যুৎ ও ওয়াইফাই সমস্যায় ভুগছি। প্রশাসনের নীরবতায় আমরা হতাশ। বাধ্য হয়েই আজকের বিক্ষোভ।

কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থী অরবিন্দু সরকার বলেন, ওয়াইফাই একটানা চলে না, বিদ্যুতেরও একই অবস্থা। এতে চরম ক্ষতির মুখে পড়ছি।

আন্দোলনকারীরা জানান, প্রশাসনকে বহুবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি।

বিজয়-২৪ হলের আরেক শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, আমরা রোববার (২৫ মে) পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট উদ্যোগ দেখতে না পেলে আবারও কঠোর আন্দোলনে যাব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারও পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • রিফাত/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর