Logo

ক্যাম্পাস

ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডিআইইউ

Icon

ডিআইইউ প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৪:৩৯

ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডিআইইউ

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জ্বালানি বিশ্লেষক অধ্যাপক আনু মুহাম্মদ ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ | ছবি : বাংলাদেশের খবর

এটিএন বাংলা ও ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ছায়া সংসদভিত্তিক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

শনিবার (২৪ মে) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। বিতর্কের বিষয় ছিল, ‘সঠিক পরিকল্পনার অভাবই জ্বালানি খাতে লুণ্ঠনের প্রধান কারণ’।

প্রতিযোগিতায় পক্ষ দল হিসেবে অংশ নিয়ে ডিআইইউ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে দেশে বহুদিন ধরেই জনমনে ক্ষোভ রয়েছে। এই খাতে ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করতে হলে নীতি ও পরিকল্পনায় আমূল পরিবর্তন দরকার।

এ সময় তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে ১০ দফা সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, বিগত সরকারের আমলে করা সব চুক্তির পূনর্মূল্যায়ন ও জনসম্মুখে প্রকাশ, ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে দুর্নীতিবাজদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, বিপিসিতে ফরেনসিক অডিট, নিজস্ব গ্যাস ও কয়লা অনুসন্ধান, গণশুনানি প্রক্রিয়া চালু, কুইক রেন্টাল নির্ভরতা হ্রাস এবং জ্বালানি আমদানিতে স্বচ্ছতা নিশ্চিত করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও জ্বালানি বিশ্লেষক অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, আমাদের দরকার রামপাল, রূপপুর, মাতারবাড়ি এসব ক্ষতিকর প্রকল্পগুলো বাতিলের পথ তৈরি করা। কারণ এসব প্রকল্প শুধু খরচ বাড়ায় না, পরিবেশ ও জনস্বার্থের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়ায়।

তিনি আরও বলেন, জ্বালানি খাতে দুর্নীতি, লুণ্ঠন ও পাচারের যেসব তথ্য ইতোমধ্যে বেরিয়ে এসেছে, তার সঠিক অনুসন্ধান ও বিচার নিশ্চিত করতে হবে।

এ ছাড়া প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, সাংবাদিক মাঈনুল আলম, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক রিশান নসরুল্লাহ ও মো. মহিউদ্দিন।

অনুষ্ঠান শেষে বিজয়ী দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

  • এইচকে/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর